কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কলরবের মানববন্ধন
: বুধবার রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেইটে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে, কলরবের উপস্থাপক ইয়াসিন আরমান ও জায়েদ আজিজের সঞ্চালনায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব মানববন্ধন করে।
এতে উপস্থিত ছিলেন কলরবের চেয়ারম্যান মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান, কলরবের নির্বাহী প্রধান আনোয়ার শাহ, সহকারী পরিচালক রেজাউল করিম হাদী, মশিউর রহমান, কলরবের শাখা সমন্বয়ক শরিফুল ইসলাম, সংগীত পরিচালক ইসহাক আলমগির, মোহাম্মদ সেলিম সানি ও আহমাদ আবু জাফর, থিয়েটার পরিচালক ওমর ফারুক, সাব্বির আহমাদ, আব্দুল্লাহ আল রাশেদ ও ক্বারি ফয়সাল আহমাদ, বুরহান উদ্দিনন, হাবিবুর রহমান, কিশোর পরিচালক রাশেদ রাহমান, মাহবুব আল বারী, মাসুম বিল্লাহ মারুফ, আব্দুল হাকিম সাদী, সাইফ আদনান, আহনাফ খালিদ, জাহিদ হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ বাংগালী, জাহিদ হাসান এমেলিসহ দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
কলরব চেয়ারম্যান মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, যতদিন পর্যন্ত অমুসলিম ঘোষণা না করা হবে। ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কলরব প্রধান আবু সুফিয়ান বলেন, গতকাল পঞ্চগড়ে অর্ধশতাধিক মুসুল্লি আহত ও খোবায়েব নামের এক ভাই শহীদ হওয়ার মাধ্যমে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সরকারকে ধন্যবাদ জানান কলরব প্রধান আবু সুফিয়ান এবং অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি। কলরব নির্বাহী প্রধান আনোয়ার শাহ বলেন, কাদিয়ানীরা হচ্ছে মুসলিম উম্মাহর জন্য ক্যান্সার। এদেরকে দেশ থেকে বিতারিত করা প্রয়োজন যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন