আগামীকাল মুন্সিগঞ্জের ঐতিহাসিক খতমে নবুওয়াত ইজতেমা শুরু।
খাদিমুল ইজতিমা
আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী দা.বা. এর বয়ানের মাধ্যমে ইজতেমা সূচনা করবেন। আখেরী মুনাযাতা শনিবার বাদ ফযর। ইজতেমায় ৩দিনে মোট ৭টি পীর সাহেবের হেদায়তি নসীহতী বয়ান হবে। এছাড়াও ইজতেমায় আগত বিদেশী উলামায় কেরামগণও মুসল্লিদের উদ্দেশ্যে
বয়ান করবেন। সৌদি আরব থেকে আগত মাদ্রাসার সুহলাতিয়ার মুহতামিম ইন্টারন্যাশনাল খতমে
নবুওয়াত মুভমেন্টের আমীর আব্দুল হাফিয মক্কী রহ. দুই সাহেবজাদা ও আরো দু‘জন মেহমান আসবেন
বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। (ফজিলতু শাইখ
মালিক ওমর বিন আব্দুল হফিয আল-মক্কী। ফজিলতু শাইখ
মালিক আব্দুল্লাহ বিন আব্দুল হক আল-মক্কী।
ফজিলতু
শাইখ মালিক তাহের বিন আব্দুস সত্তার আল-মক্কী।
ফজিলতু
শাইখ মালিক ইয়াসিন বিন মুহাম্মদ আল-মক্কী।
এছাড়া
বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন শাইখূল হাদিস আব্দুর রউফ গউহার ডাঙ্গা মাদ্রাসা।
শাইখুল
হাদিস জাফর আহমদ সাহেব পীর সাহেব ঢালকা নগর।
ফজিলতু
শাইখ মুফতি শোইয়াব ইব্রাহীম। খলীফা আব্দুল
হাফিয মক্কী। শাইখে তরিকত
আল্লামা হাফিজুদ্দীন পীর সাহেব দীঘির পাড়, মুন্সিগঞ্জ।
মুফতি
হাসান জামিল খতীব সাইন ল্যাব জামে মসজিদ ঢাকা।
ফিদায়ে
খতমে নবুওয়াত আল্লামা হাফিজুর রহমান মুক্তাগাছা, মুন্সিগঞ্জ।
মুফতি
নেছার আহমদ মুহতামিম দেওভোগ মাদ্রাসা মুন্সিগঞ্জ।
আল্লামা
মুফতি শহিদুল্লাহ পেশ ইমাম শহর বড় জামে মসজিদ মুন্সিগঞ্জ।
মাওলানা
অধ্যাপক আশরাফ আলী শৈলকুপা, ঝিনাইদাহ।
এছাড়াও
উপস্থিত থাকবেন জাতিয় প্রর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী
সাইদুল ইসলাম আসদসহ বিশিষ্ট বুদ্ধিজীবি কলামিষ্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ
উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উদ্ভোধনী বয়ানের পর প্রত্যেক দিন ফজর ও মাগরিবের
নামাজের পর মুসুল্লীদের উদ্যেশ্যে বয়ান করবেন পীর সাহেব মুন্সিগঞ্জ।শনিবার সকাল ৮টায় আখেরী
মুনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে। দক্ষিণপূর্ব এশিয়াতে পাকিস্তানের পর বাংলাদেশের
মুন্সিগঞ্জে খতমে নবুওয়াত ইজতেমা প্রতিষ্ঠিত হয়। সেই হিসাবে ইজতেমাটি বাংলাদেশের
মানুষের জণ্য ইজতেমারটি গুরুত্বপূর্ণ দেশের বৃহত্তম ইসলামী মহাসমাবেশ হিসেবে গণ্য করা হয়।
বার্তা
প্রেরক
মুফতি
উসমান আল-হুমাম উখিয়াভী
প্রচার
সম্পাদক
খতমে
নবুওয়াত আন্দোলন বাংলাদেশ
মুন্সিগঞ্জ, মুন্সিরহাট ইজতেমা নগর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন