বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮


আজ বাদ ফযর খাদিমুল ইজতেমা আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী পীর সাহেব মুন্সিগঞ্জ দা.বা. এর জিকির এর বয়ানের মাধ্যমে ১০তম আন্তর্জাতিক খতমে নবুওয়ত ইজতিমা শুরু হয়েছে। 


 মহানবী (সা:) এর খতমে নবুওয়তের মর্যাদা সংবিধানে সংরক্ষণ, তাঁর অবমাননা কারীদের মৃত্যুদন্ড ও মহা নবী (সা:) এর খতমে নবুওয়ত অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে সরকারি ভাবে অমুসলিম ঘোষনার দাবিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাটে আজ ০১ মার্চ বৃহস্পতিবার শুরু হয়ে ০৩ মার্চ শনিবার সকাল ০৮.০০ টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ইজতিমা সমাপ্ত হবে। উক্ত ইজতিমায় সম্মানিত অতিথি হিসেবে যোগদান করার লক্ষ্যে ০১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মুন্সিগঞ্জ ইজতিমা ময়দানে অবতরণ করবেন পবিত্র মক্কা শরীফের ওলামাগণ, শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ আল-মাক্কী সৌদিআরব, শায়েখ মালিক আব্দুল্লাহ বিন আব্দুল হক আল-মাক্কী সৌদিআরব, শায়েখ তাহের বিন আব্দুস সাত্তার আল-মাক্কী সৌদিআরব, শায়েখ ইয়াসিন বিন মুহাম্মাদ আল-মাক্কী সৌদিআরব। বাংলাদেশী ওলামাদের মধ্যে ইজতিমায় বয়ান পেশ করবেন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদীস আল্লামা আব্দুর রউফ দা:বা:, শাইখুল হাদীস আল্লামা জাফর আহমদ পীর সাহেব ঢালকানগর, শায়খে তরীক্বত আল্লামা হাফীজ উদ্দিন পীর সাহেব দীঘিরপাড়, আল্লামা হাসান জামিল খতিব সাইন্সল্যাব জামে মসজিদ ঢাকা, আল্লামা আব্দুল আলীম নিজামী বাঁশখালী চট্টগ্রাম, আরোও বয়ান করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ। ইজতিমায় সভাপতিত্ব করবেন, খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমীর আল্লামা মুফ্তী নূর হোসাইন নূরানী, পীর সাহেব মুন্সীগঞ্জ। ইজতিমায় অংশগ্রহণকারী দূরের সকল মুসল্লীদের জন্য থাকা খাওয়ার সু-ব্যবস্থা থাকবে। স্থানীয় মহিলাদের জন্য পর্দা সহকারে বয়ান শুনার ব্যবস্থা থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...