বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

সাবধান! এটা কুরআন নয়!! আর এইরূপ ঘটনার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকারও প্রমাণ নেই!

মুফতি নুরানীর হুংকার সাবধান! এটা কুরআন নয়!! আর এইরূপ ঘটনার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকারও প্রমাণ নেই!



কাদিয়ানিদের অপপ্রচারে কেউ কান দেবেন না!!! ওরা এখন এই ধরণে আরো কিছু ছবি মিডিয়াতে প্রচার করছে। সাধারণ মানুষের আবেগকে সুড়সুড়ি দিয়ে ওরা সহানুভূতি আদায় করার অপকৌশল করে যাচ্ছে।ওদের অপপ্রচার এই যে, ১৩ তারিখে পঞ্চগড়ে মুসলমানরা নাকি কাদিয়ানী আস্তানায় হামলা দিয়ে কুরআন পুড়িয়েছে!! মোল্লারা জঙ্গি! এটা সেটা, আরো কত কি!!!
হা হা হা! হাসুম না কাদুম বুঝতাছিনা। আসলে এরা পুরোই ইহুদী স্বভাবের। নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গ করাই এদের মজ্জাগত কুস্বভাব তা এখন সবাই বুঝে। গত ২০০৫ সালের ঘটনা কি বাংলার মুসলমান ভুলেছে? ভুলেনি।
আসল কথা হল, ছবিতে যা দেখা যাচ্ছে তা ওদের দৃষ্টিতে কুরআন হতে পারে কিন্তু মুসলমানের দৃষ্টিতে এটি কখনো কুরান হতে পারেনা। তার কারণ, এটা কাদিয়ানীদের দ্বিতীয় পোপ (তাদের ভাষায়, খলিফা) মির্যা কাদিয়ানীর পুত্র মির্যা বশির উদ্দিন মাহমুদের রচিত কথিত "তাফসীরে সগীর" নামক উর্দু বইয়ের বাংলা অনুবাদগ্রন্থ।
____
# মিস্টার বশির উদ্দিন মাহমুদের ওই বইতে আছে-
১- নবুওতের ধারা কেয়ামত পর্যন্ত জারি থাকবে। (নাউযুবিল্লাহ)।
২- মির্যা গোলাম আহমদ কাদিয়ানী উম্মতিনবী, মাসীহ এবং ইমাম মাহদী। (নাউযুবিল্লাহ)
৩- ঈসা আঃ জীবিত এবং আকাশে আছেন, এইরকম বিশ্বাস শিরিক। (নাউযুবিল্লাহ)
৪- ঈসা আঃ এর পিতা ছিল। তার পিতার নাম ছিল ইউসুফ নাজ্জার। (নাউযুবিল্লাহ)
৫- ইহুদিরা ঈসাকে-ই শূলে ছড়িয়েছিল, যদিও শূলের উপর তার মৃত্যু হয়নি। ইত্যাদি। (নাউযুবিল্লাহ)
এবার তাহলে নিজেরাই চিন্তা করুন, এটা তাদের কেমন কুরআন? অথচ এরা এই পোড়া অংশটিকে কুরআন বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে!!
আমার প্রশ্ন হল, এটা যদি কুরআনই হত তাহলে তোমরা মুসলমান না হয়ে কাদিয়ানী থাকলে ক্যামনে?
উল্লেখ্য এরা মির্যা বশিরের বইটিকে প্রায় ৮০টি ভাষায় অনুবাদ করে দুনিয়ার নানা দেশে প্রচার করেছে। আফসোস যে, এরা একে 'পবিত্র কুরআন মাজিদ' এর অনুবাদ বলে প্রচার করে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে।
_____
লিখাটি প্রচার করে ওদের ধোকাবাজির মুখোশ খুলে দিন!
লিখক, Principal NurunNabi

1 টি মন্তব্য:

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...