আজ মুন্সিগঞ্জের ঐতিহাসিক খতমে নবুওয়াত ইজতেমা শুরু
খাদিমুল ইজতিমা আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী দা.বা. এর বয়ানের মাধ্যমে ইজতেমা সূচনা করবেন। ৩দিনে মোট ৭টি পীর সাহেবের হেদায়তি নসীহতী বয়ান হবে। এছাড়াও ইজতেমায় আগত বিদেশী উলামায়কেরামগণও মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন।সৌদি আরব থেকে আগত মাদ্রাসার সুহলাতিয়ার নায়েবে মুহতামিম ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের নায়েবে আমীর আব্দুল হাফিয মক্কী রহ. সাহেবজাদা আসবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। (ফজিলতু শাইখ মালিক ওমর বিন আব্দুল হফিয আল-মক্কী। এছাড়া বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের নায়েবে
মুহতামিম আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা.। মুনাজিরে জমান শ শাইখুল হাদিস আনোয়ার হুসাইন চিশতী নরসিংদী ঢাকা। ফকিহুর আসর আল্লামা গোলামুর রহমান দা.বা.
খুলনা। তারুন্যের আইডল আল্লামা রিযওয়ান রফিকী দা.বা. ফজিলতু শাইখ মুফতি শোইয়াব ইব্রাহীম, খলীফা আব্দুল হাফিয মক্কী। শাইখে তরিকত আল্লামা হাফিজুদ্দীন পীর সাহেব দীঘির পাড়,
মুন্সিগঞ্জ। মুফতি হাসান জামিল খতীব সাইন ল্যাব জামে মসজিদ ঢাকা। বিশিষ্ট মুবাল্লিগ
মুফতি শহিদুল্লাহ খতীব মুন্সিগঞ্জ শহর বড় মসজিদ, ফিদায়ে খতমে নবুওয়াত আল্লামা হাফিজুর রহমান মুক্তাগাছা, মুন্সিগঞ্জ। মুফতি নেছার আহমদ মুহতামিম দেওভোগ মাদ্রাসা মুন্সিগঞ্জ। আল্লামা মুফতি শহিদুল্লাহ পেশ ইমাম শহর বড় জামে মসজিদ মুন্সিগঞ্জ। মাওলানা অধ্যাপক আশরাফ আলী শৈলকুপা, ঝিনাইদাহ, মাওলানা ফজলুল করিম
জিহাদী। এছাড়াও উপস্থিত থাকবেন জাতিয় প্রর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী সাইদুল ইসলাম আসদসহ বিশিষ্ট বুদ্ধিজীবি কলামিষ্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উদ্ভোধনী বয়ানের পর প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসুল্লীদের উদ্যেশ্যে বয়ান করবেন পীর সাহেব মুন্সিগঞ্জ।শনিবার সকাল ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে। দক্ষিণপূর্ব এশিয়াতে পাকিস্তানের পর বাংলাদেশের মুন্সিগঞ্জে খতমে নবুওয়াত ইজতেমা প্রতিষ্ঠিত হয়। সেই হিসাবে ইজতেমাটি বাংলাদেশের মানুষের জণ্য ইজতেমারটি গুরুত্বপূর্ণ কাদিয়ানীদের বিরুধ্যে দেশের বৃহত্তম ইসলামী সমাবেশ হিসেবে গণ্য করা হয়।
বার্তা প্রেরক
ওসমান আল-হুমাম
প্রচার সম্পাদক
খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন