শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

কোন জামিয়ার নির্ধারিত ফি. দিতে অক্ষম হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
০১৮১৯-৯৯৫৫২৮
জামিয়া কোরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ লোহাগাড়া চট্টগ্রাম
#রাখিব_নিরাপদ_দেখাব_আলোর_পথ।
+++++++++++++++++++++++++
♦ভর্তি চলিতেছে! 
♦ভর্তি চলিতেছে!! 
♦ভর্তি চলিতেছে!!!
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী বৃহৎ বহুমুখী দীনি দরসগাহ #জামিয়া_কুরআনিয়া _দারুল_উলূম_ওসমানাবাদ_ মাদরাসাতে গত সোমবার থেকে ভর্তি কার্যক্রম আরম্ভ হয়েছে।
♦জামিয়ার বিভাগ সমূহ♦
+++++++++++++++++++
১. হিফজ বিভাগ। (আন্তর্জাতিক মানের হিফয শিক্ষক দ্বারা পরিচালিত)
২.#নুরানী_বিভাগ 
(নার্সারী শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত।
৩. #কিতাব_বিভাগ। ( ইয়াজ দাহুম (প্রথম শেণী থেকে কাওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস ( মাস্টার্স সমমান) পর্যন্ত। 
৪. #মুতাফাররেকা_বিভাগ।
(হিফয সমাপ্তকারী হাফেযদের জন্য।
১ বছরে মিযান জামাত পযর্ন্ত) 
৫.#তাখাসসুস_ফিল_ফিকহীল_ইসলামী। (এক বছর মেয়াদী ইফতা বিভাগ)
দক্ষিণ চট্টলার লোহাগাড়া, সাতকানিয়ার সর্বপ্রথম দাওরায়ে হাদীস সমাপ্তকারী আলেমদের জন্য এক বছর মেয়াদী #ফতওয়া_বিভাগ।
#ভর্তি_শুরু - ৭ ই শাওয়াল ১৪৩৮ হিজরী সোমবার। থেকে।
ভর্তি চলবে ১৬ শাওয়াল পর্যন্ত ১৪৩৮ হিজরী মঙ্গলবার পর্যন্ত।
#দরস_শুরু- ১৭ শাওয়াল ১৪৩৮ হিজরী রোজ বুধবার।
বি. দ্র. দরস শুরুর পূর্বে ১০ দিন ব্যাপী #নাহাব_ছরফের প্রয়োজনীয় বিষয়াদির প্রশিক্ষণ কোর্স।
আল্লাহ তা'আলা আমাদের প্রিয় জামিয়াকে কবুল করুন।
উত্তরোত্তর সফলতা-অগ্রগতি দান করুন। এই জামিয়াকে আল্লাহওয়ালা উস্তাদ-ছাত্রদের মাবদা বানিয়ে দিন। 
আমীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...