শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক মনোনীত হওয়ায় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি নুর হুসাইন নুরানীর অভিনন্দন

+++++++++++++++++++++++++++++
 আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক হিসাবে মনোনীত হওয়ার খতমে নবুওয়াত  আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি নুর হুসাইন নুরানী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সাথে সাথে শুরার এই সিদ্ধান্তকেও মোবারকবাদ জানিয়ে আজ এক বিবৃতিতে  মুফতি নুরানী বলেন, দীনের প্রচার প্রসারে হাটহাজারী মাদরাসার ভূমিকা অবিস্মরণীয়। শুধু দেশে নয়, বিশ্বব্যাপী এই মাদরাসার ফারেগীনরা দীনের মহান খেদমত আন্জাম দিয়ে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানের মহাপরিচালক আল্লামা আহমদ শফি দেশের সকল ওলামা হজরতের মুরুব্বি। তিনি দীর্ঘ দিন অসুস্থ, আমি তার সুস্থতা কামনা করছি। তার অনুপস্থিতিতে আল্লামা জুনাইদ বাবুনগরী যোগ্যতা, দক্ষতা ও বিচক্ষণতার সাথে এই অতীব গুরুত্বপূর্ণ জিম্মাদারী আদায় করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আল্লামা বাবুনগরীকেও কবুল করুন, আমীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...