বিশ্বের দুই মহিরুহের জন্য খতমে নবুওয়াত আন্দোলনের দু‘আ মাহফিল
শোককে শক্তিতে পরিণত করতে হবে।
ফক্বিহুল আসর আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী দা.বা.। পীর সাহেব মুন্সিগঞ্জ।
সদ্য ইন্তেকাল করা শায়খ জাকারিয়া কান্ধলভী রহ. এর অন্যতম খলীফা, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির শায়খ আবদুল হাফিজ মক্কী রহ. ও পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া ফারুকিয়া করাচির মহাপরিচালক শাইখুল হাদিস মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর রুহের মাগফিরাত কামনায় দু‘আ মাহফিল করেছে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ গতকাল বাদ জুমা মুন্সিগঞ্জস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা মুফতী নুর-হুসাইন দা.বা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব দপ্তর সম্পাদক মাওলানা মামুন, কেন্দ্রীয় নেতা মাওলানা জাহিদ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী খতমে নবুওয়াত ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ জুবাইর প্রমুখ। দু‘আ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা মুফতী নুর-হুসাইন দা.বা।, আমরা জানি, বিশ্ববিখ্যাত দু’শীর্ষ ইসলামী মনীষীর ইন্তেকালে ইসলামী বিশ্বে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এ খোদাভীরু মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে।তিনি বলেন, বাতিল শক্তি বিভিন্ন নামে, ছদ্মবেশে আজ পবিত্র ধর্ম ইসলামের বুকে কালিমা লেপনের পাঁয়তারা করছে। শোককে শক্তিতে রুপান্তরিত করে এ অপশক্তির বিরুদ্ধে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।
মাহফিলে দুই
মুখলিস আল্লাহওয়ালা আলেমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির
সমৃদ্ধি জন্য বিশেষ মুনাজাত করা হয়।
ঝাপিয়ে পড়তে
হবেবো বার্তা প্রেরক
মুফতি ওসমান
অল-হুমাম উখিয়াভী
কেন্দ্রীয়
প্রচার সম্পাদক
মুন্সিগঞ্জ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন