বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মুফতি নুরানী হুংকার


মুফতি নুরানী হুংকার 

মতিঝিল আইডিয়াল স্কুলে শরীয়ত বিরোধী প্রজ্ঞাপন বাতিল করতে হবে
মুফতি নুর হুসাইন নুরানী দা.বা.।
আমীরে খতমে নবুওয়াত আন্দোলন
 মতিঝিল আইডিয়াল স্কুল ও বনশ্রী আইডিয়ালে মেয়েদের ওড়না পড়া নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল আলীম নেযামী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ওসমান আল হুমাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পর্দা ইসলামের ফরজ বিধান। এ বিধান পালন প্রতিটি নারীর জন্য অত্যাবশ্যক। অত্র প্রতিষ্ঠানে শুরু থেকেই মেয়েদের জন্য হিযাব অথবা ওড়না পরার নিয়ম ছিলো। কিন্তু গভর্নিং বডি ওড়না বা হিযাব পরতে পারবে না বলে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ইসলাম ও শরিয়াহ বিরোধী প্রজ্ঞাপন বাতিল করতে হবে। অন্যথায় আলেম উলামা ইসলামীদল ও তাওহীদি জনতা রাজ পথে নামতে বাধ্য হবে। তখন এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...