#কেউ জাগবে কি?
আবারও দেখা হবে রাজপথে
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম হাদিস বিশারদ হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের নায়েবে মুহতামিম আল্লামা হাফেয জুনায়েদ বাবুনগরী দা.বা. এর অসুস্থ্যতার খবর শুনে ছুটে এসেছিলেন দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম “খতমে নবুওয়াত আন্দোলন” এর আমীর পীরে কামেল আল্লামা মুফতী নূর হোসাইন নূরানি দা.বা. এসময় তিনি বাবুনগরী দা.বা. মহুদয়ের কাছে বর্তমান কাদিয়ানী বিরোধী চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দু‘আনেন। এ সময় আমীরে খতমে নবুওয়াত নুরানী হুজুর বাবু নগরী দা.বা.কে একটি ভয়ংকর সংবাদ শোনালেন।
পঞ্চগড় জেলায় ফেব্রুয়ারির শেষ দিকে "বার্ষিক ইজতেমা"নামে কাদীয়ানীদের বিশাল জলসা হচ্ছে। দেশি-বিদেশি কাদীয়ানিরা সেখানে অংশগ্রহণ করবে। এছাড়াও যারা সেই এজতেমায় যারা যাবে তাদের সকলকে একটি করে বিদেশী কম্বল দেবে। খাওয়া দাওয়ার ব্যাবস্থাও থাকছে।প্রায় কোটি টাকা তারা এ উপলক্ষে বাজেট রেখেছে। স্থানীয় ওলামা ও দীনদার শ্রেণী প্রশাসনিক ও আন্তর্জাতিক শয়তানী শক্তির দাপটে কিছু করতে পারছেন না।
বাবুনগরী হুজুর এ কথা শুনে অঝোরে কান্নায় ভেঙে পড়েন। বাবুনগী হুজুর ও আমীরে খতমে নবুওয়াত গণমাধ্যমে এক যৌথ বিবৃতি পাঠান। কাদিয়ানীদের জলসার তারিখে একই জায়গায় কাদীয়ানী বিরোধী মহাসমাবেশের ডাক দিতে যাচ্ছেন। দুই দীনের সিপাহসালার শপথ নেন
জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাফের কাদিয়ানীদের বিরোধ্যে লড়াই, সংগ্রাম চালিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন