বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

প্রজাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করতে লিখাটিকে ভাইরাল করুন!


প্রজাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করতে পোষ্টটি ভাইরাল করুন!

______

এই মাসে রংপুর বিভাগে (পঞ্চগড়) কাদিয়ানীরা প্রকাশ্যে মহাধুমদামে 'সালানা জলসা' করতে যাচ্ছে। এর আড়ালে তারা তাদের কাদিয়ানের নতুন "নবী"(?) মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর দলে সাধারণ মানুষকে ভিড়ানোর অভিনব পায়তারা করছে! হে উম্মতে মুহাম্মদিয়া! আজও ঘুমিয়ে কেন?
_____
প্রজাতন্ত্রের সরকারের নিকট জিজ্ঞাসাঃ
দুনিয়ার সব মুসলিম দেশে কাদিয়ানীদের কার্যক্রম নিষিদ্ধ হলে এদেশে কেন আজও নিষিদ্ধ হলনা? এর কারণ জানতে চাই আর নয়ত সরকারের তরফ থেকে আমাদের বলতে হবে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও মির্যা গোলাম আহমদ কাদিয়ানী'র "নবী" দাবী সঠিক ছিল! (নাউযুবিল্লাহ)!
________
দেশের আপামর তওহিদি জনতার উদ্দেশ্যে বলছি, কাদিয়ানী সম্প্রদায় দুনিয়ার সব চেয়ে জঘন্য ও ধোকাবাজ একটি কাফের সম্প্রদায়। আমি গত দুই বছর তাদের কাদিয়ানের কথিত নবী মির্যা গোলাম আহমদের ৮৩ টি বইয়ের সমষ্টি ২৩ খন্ডে প্রকাশিত "রূহানী খাযায়েন" পড়ছি। অন্তত আমি এ ব্যাপারে নিশ্চিত যে, ওরা চরম ধোকা আর মিথ্যার স্বর্গে বিচরণ করছে।
______
এবার মির্যা কাদিয়ানী আর তার পুত্র মির্যা বশির উদ্দিনের বই থেকে শুধু দুটি ফতুয়াবাজি জেনে নিন!
# মির্যা কাদিয়ানীর পুত্র বশির উদ্দিন সাহেব লিখেছেনঃ "প্রত্যেক মুসলমান যিনি হযরত মাসীহে মওঊদ (মির্যা কাদিয়ানী)'র বয়াতে শামিল হয়নি, সে যদিও হযরত মাসীহ মওঊদের নামও শুনেনি, এমন ব্যক্তিও কাফের এবং ইসলাম থেকে বাহিরে।" (আয়নায়ে সাদাক্বাত, পৃষ্ঠা ৩৫; মির্যাপুত্র মির্যা বশির উদ্দিন মাহমুদ)।
# মির্যা কাদিয়ানী লিখেছেনঃ "(আমার) এই কিতাবগুলো এমন, যা সব মুসলমানই মুহাব্বতের দৃষ্টিতে দেখে আর তার জ্ঞান দ্বারা উপকৃত হয় এবং আমাকে গ্রহণ করে ও সত্যায়ন করে শুধুমাত্র যুররিয়্যাতুল বাগাইয়া তথা বেশ্যার সন্তানেরা ছাড়া। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফলে তারা (আমাকে) কবুল করবেনা" (দেখুন, রূহানী খাযায়েন খন্ড ৫ পৃষ্ঠা ৫৪৭-৪৮)। প্রয়োজনে তার বইয়ের স্কিনশট দেয়া যাবে।
____
শুনে অবাক হবেন যে, ওদের মির্যার বই থেকেই প্রমাণ পাওয়া গেছে যে, ওরা উম্মতে মুহাম্মদিয়ার ৭৩ ফেরকার বাহিরে স্বতন্ত্র একটি দল। প্রমাণের জন্য 'রূহানী খাযায়েন' খণ্ড নং ১৭ পৃষ্ঠা নং ২২৬ এবং ৪৫৬ দেখা যেতে পারে। কিন্তু সাধারণ কাদিয়ানীরা এসব চিন্তাও করতে পারেনা!
____
সে যাইহোক, এখনই সময় ওদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে আমাদের মুসলিম ভাই বোনদের অমূল্য দৌলত "ঈমান" রক্ষার্থে তাদের সমুদয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করতে সরকারের নিকট দাবী জানানো। সরকার যেন বুঝতে সক্ষম হয় যে, এটি মুসলমানদের অন্যতম একটি ঈমানী দাবী! একে রাজনৈতিক ইস্যু'র সাথে কোনোভাবেই গুলিয়ে ফেলা ঠিক হবেনা!
আর তাই সর্বপ্রথম সরকারকে নিশ্চিত করতে হবে যে, ওরা কাফেরের চেয়েও ভয়ংকর কাফের কিজন্য? এদের বই থেকেই এদের চেপে রাখা জঘন্য কুফুরি আকিদাগুলো আর মির্যা কাদিয়ানীর লাম্পট্য চরিত্রের অশুভ স্বরূপ খুলে খুলে দেখিয়ে দিতে হবে। তারপরই আমরা এদের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে যুক্তিক দাবি জানালে তা দ্রুত ফলপ্রসূ হবে এবং সর্বমহলে তা ব্যাপক সাড়া পাবে, ইনশাআল্লাহ।
____
সাবধান! কাদিয়ানীরা আমাদের ফেকহি মতানৈক্যপূর্ণ সৃষ্ট হানাফি মালেকি মাযহাবের সাথে নিজেদের কাদিয়ানীধর্মকে তুলনা করার মত ধৃষ্টতাপূর্ণ ছলচাতুরির আশ্রয় নিয়ে থাকে। হয়ত এরূপ জালিয়াতি আর নিষ্ঠুর ছলনা করে তারা সরকারকেও বিভ্রান্ত করতে চাইবে। এজন্য সংশ্লিষ্ট বিজ্ঞ আলেমদের বুদ্ধিবৃত্তিক আন্দোলনসহ সময়োপযোগী সকল আন্দোলনে কোমর বেধে আজই নামতে হবে।
আপনারা সবাই এই লেখাটি আজই কপি করে পোস্ট করুন।
_______
মুরতাদ কাদিয়ানিদের নানা রকম বিভ্রান্তিকর প্রশ্নের খন্ডনে ১০০+ ডকুমেন্টারি লেখার লিংকঃ- https://m.facebook.com/story.php?story_fbid=2094408950874500&substory_index=0&id=1965990427049687
_________
# ছবিঃ কাদিয়ানী সম্প্রদায়ের প্রধান নেতা মির্যা মাসরূর আহমেদ (২০০৩ সালে ক্যামেরায় ধারণকৃত)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...