বুধবার, ২ আগস্ট, ২০১৭

দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় হাটহাজারী মাদরাসার প্রশংসনীয় সাফল্যদাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় হাটহাজারী মাদরাসার প্রশংসনীয় সাফল্য

দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় হাটহাজারী মাদরাসার প্রশংসনীয় সাফল্য

===================

========


   বাংলাদেশ এর আওতায় দাওরায়ে হাদীস (মাস্টার্স)এর কেন্দ্রীয় সার্টিফিকেট পরীক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর ছাত্ররা প্রশংসনীয় সাফল্য লাভ করেছেএতে পাসের হার গড়ে ৮৯.৮০% এবং জাতীয় পর্যায়ে শীর্ষ মেধা তালিকায় দারুল উলূম হাটহাজারীর ৬ জন ছাত্র স্থান লাভ করতে সক্ষম হয়েছে
দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ ছাত্রদের পরিসংখ্যান হচ্ছে যথাক্রমে, তারতীব ৬ জন, মুমতায ৬১ জন, জায়্যিদ যিদ্দান ৩০৮ জন, যায়্যিদ ৫৬৪ জন এবং মকবুল ৪৮৫ জন
অন্যদিকে জামিয়ার আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরীক্ষায় দাওরায়ে হাদীস (মাস্টার্স)এর অতিরিক্ত আরো ৬১০ জন ছাত্র অংশগ্রহণ করেনএদের মধ্যে যায়্যিদ যিদ্দান ২৫ জন, যায়্যিদ ৩৭৬, মকবুল ১৮৮ জনগড়ে পাশের হার ৯৬.৫%
উল্লেখ্য, বিগত শিক্ষাবর্ষ- ১৪৩৭-৩৮ হিজরীর দাওরায়ে হাদীস (মাস্টার্স)এর চূড়ান্ত সমাপনী পরীক্ষায় জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী থেকে ২,১৯৬ জন ছাত্র অংশগ্রহণ করেনএর মধ্যে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর আওতায় ১,৫৮৬ জন এবং জামিয়ার আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ৬১০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়

জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ছাত্রদের এই সফলতায় গভীর সন্তোষ প্রকাশ করা হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...