======================================
রমজান শেষ। চলছে শাওয়াল
মাস। কওমি
মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসে
ভর্তি শুরু হয়। সাধারণ ৭
শাওয়াল থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ৯ শাওয়াল বা কোথাও কোথাও এক সপ্তাহ পর্যন্ত
ভর্তি কার্যক্রম চলে। দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু এবং কয়দিন ভর্তি চলবে
বিস্তারিত তুলে ধরা হলো।
উল্লেখ্য, প্রায় প্রতিটি মাদরাসায় এখন ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ডের
ফটোকপি,
চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও ১ কপি পাসপোর্ট
সাইজের ছবি লাগবে। এগুলো সম্ভব
হলে সঙ্গে রাখুন।
ঢাকার বাইরে
দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম
ভর্তির কার্যক্রম শুরু হবে ৮ শাওয়াল। সকাল থেকে। কোটা পূরণ সাপেক্ষে ১৩ শাওয়াল সন্ধ্যা
পর্যন্ত ভর্তি চলবে।
জামিয়া কুরআনিয়া দারুল উলূম ওসমানাবাদ, রাজাঘাটা,
নোয়ারবিলা,চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। ইয়াজ দাহুম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত
(১বছর মেয়াদী ইফতা বিভাগ ও হিফয ফারেগ ছাত্রদের জন্য মুতাফাররিকা ১বছরে মিযান
জামাত পযন্ত ) ৭ই শাওয়াল থেকে ভর্তি শুরু ।গরীব মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুবিধা
রয়েছে। ০১৮১৯৯-৯৯৫৫২৮০১৮১৪-৭৭০৫৬৯
ঢাকা
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর
কিতাব বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম
কোটা পূরণ সাপেক্ষে ৯ শাওয়াল থেকে ১১ শাওয়াল পর্যন্ত চলবে। তবে ৮ শাওয়াল ভর্তি ফরম সংগ্রহ করার সুযোগ
থাকবে।৭ শাওয়াল থেকে ভর্তি ফরম বিতরণ, ওই দিন নাহবেমীর জামাত পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রদের (মৌখিক) পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।
পুরাতন ছাত্রদের ভর্তি ৮ শাওয়াল একদিন তবে কোটা থাকার শর্তে পরবর্তী ২য় দিনেও ভর্তি হতে পারবে।
এককালীন বোর্ডিং চার্জ ( যারা ফুল ফ্রি খাবে ) ১০০০/-
সাধারণ খানা ২ বেলা ও সকালে নাশতাঃ ১৫০০/-
বিশেষ খানা ২ বেলা ও সকালের নাশতাঃ ২০০০/-
৫ শাওয়াল সকাল ৭টা থেকে ফরম বিতরণ করা হবে, সকাল ৮টায় সকল জামাতের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা অনুষ্টিত হবে। পরের দিন ৬ শাওয়াল ফলাফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিতাব বিভাগের ভর্তি ৬-৮ শাওয়াল প্রতিদিন সকাল ৭টা থেকে আসর পর্যন্ত চলবে।
৮ শাওয়াল ভর্তি সংক্রান্ত কার্যক্রম শুরু। এ দিনই শেষ হবে সব কার্যক্রম। এখানে যারা ভর্তি হওয়ার নিয়ত করছেন তারা ৭ শাওয়াল মাদরাসার আশেপাশে থাকলে ভালো হবে।
৭ শাওয়াল ভর্তি শুরু হয়ে কোটা পূরন না হওইয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।
ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা অবশিষ্ট থাকা পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
৮ শাওয়াল সকাল ৭টা থেকে ভর্তি শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।
৮ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১৩ শাওয়াল পর্যন্ত।
পুরাতন শিক্ষার্থীরা ১১ শাওয়াল এবং নতুনরা ১৩ শাওয়াল পর্যন্ত ভর্তি হতে পারবেন।
নতুন শিক্ষার্থীদের ভর্তি ১০ শাওয়াল থেকে শুরু হয়ে চলবে ২০ শাওয়াল পর্য।ন্ত। পুরাতন শিক্ষার্থী ভর্তি ১৬ শাওয়াল পর্যশন্ত।
৯ শাওয়াল থেকে ধারাবাহিক ১ সপ্তাহ ভর্তি চলবে।
নতুন শিক্ষার্থী ভর্তি ৫ থেকে ১০ জুলাই। পুরাতন ১২ জুলাই
কিতাব ভিভাগে ভর্তি শুরু ৯ শাওয়াল।
নূরানি, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি শুরু ১২ শাওয়াল। কোটা পুরণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে ।
নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল
৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ
করা হবে। তারপর ভর্তি
কাজ সম্পন্ন করবে।
হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি
কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে।
ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৭ ও ৮
শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।
মোবাইল : +8801944717676
জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট
৮ শাওয়াল হেদায়াতুন্নাহু জামাত থেকে তাখাসসুস
পর্যন্ত ভর্তি ইচ্ছুকদের মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের ৯ শাওয়াল ফলাফল
ঘোষণার পর ভর্তি নেওয়া হবে।
৯ শাওয়াল মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষা
ও ভর্তি নেওয়া হবে।
ফোন: ৮১৮১৮৬
জামিয়া শারইয়্যা মালিবাগ
সকল জামাতের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই
৭ ও ৮ শাওয়াল পর্যন্ত ভর্তি ফরম বিতরণ, ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে।
৭ শাওয়াল সকাল ৮টার পর ফরম বিতরণ করা হবে। ফরম পাওয়ার পর পূরণ
করে এক কপি ছবিসহ নায়েবে মুহতামিমমের স্বাক্ষর নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে
হবে।
এখানে ইফতা বিভাগে ভর্তির জন্য লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মধ্যে রয়েছে হেদায়া
(কিতাবুল বুয়ু ও তালাক), নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ) বাংলা ও আরবি
প্রবন্ধ। মৌখিক পরীক্ষার জন্য হেদায়া ফাতহুল
কাদীরসহ যে কোনো কিতাব থেকে জিজ্ঞাসা। লিখিত পরীক্ষা ৩ জুলাই সোমবার বিকাল ২-৫টা। মৌখিক পরীক্ষার ৪ জুলাই সকাল
৮.৩০ মিনিট।
ফোন : ৯৩৩০২৭৯
জামিউল উলুম মিরপুর ১৪
নতুন ছাত্রদের ৮ শাওয়াল সকল জামাতের ভর্তি
ইচ্ছুকদের ফরম বিতরণ করা হবে এবং ওই দিন সকাল ৭টা থেকে মাগরিব পর্যন্ত ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাদ এশা পরিক্ষায় উত্তীর্নদের ফলাফল ঘোষণা করা হবে।
বোর্ডিং ফি
ফোন : ৮০১৩৯৮৬
আকবর কমপ্লেক্স মাদরাসা
ফোন : ৮০১৮০৮৩
বাইতুল উলুম ঢালকানগর
সোমবার ফজরের পর ফরম বিতরণ। সকাল ৭ টা থেকে ভর্তি পরীক্ষা
শুরু।
ফোন : ৭৪৪২৬৪২
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ
ভর্তি কার্যক্রমও শুরু হবে ৭ শাওয়াল থেকে। আর কোটা পূরণ সাপেক্ষে ভর্তির
কার্যক্রম চলবে ৯ শাওয়াল পর্যন্ত।
এখানে ভর্তির জন্য ফজরের আগেই ফরম তোলার
প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফজরের পরপর বা সকাল ৭ টা থেকৈ ৮টার মধ্যে ফরম পাওয়া যাবে।
জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী
ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১
সপ্তাহ।
জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ
ভর্তি শুরু ৮ শাওয়াল সোমবার। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১
সপ্তাহ। সকাল ১০ টা
থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।
ইফতায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। বুখারি আওয়াল ও হেদায়া আখেরাইন। বাকি সব জমাতের পরীক্ষা মৌখিক।
জামিয়া মাদানিয়া বারিধারা
ভর্তি শুরু ৮ শাওয়াল (৩ জুলাই)। চলবে ১১ শাওয়াল পর্যন্ত। সকাল ৯টা থেকে আসর পর্যন্ত
ভর্তি কার্যক্রম চলবে।
ইফতা ও আদব বিভাগে লিখিত পরীক্ষা হবে। বাকিসব মৌখিক। ইফতার জন্য তিরমিজি ১ম ও হেদায়া
৩য়। আদব উপস্থিত
যে কোনো বিষয়ে আরবি মাকালা।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার
৬ শাওয়াল শনিবার থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষ ১ সপ্তাহ
পর্যন্ত চলবে।
মৌখিক ও লিখিত উভয় পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই
লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। উভয় পরীক্ষার নম্বর সমন্বয় করে ভর্তি নেয়া হবে।
তাখাসসুসের ৪টি বিভাগ যথাক্রমে ইফতা, উলুমুল হাদিস, উলুমুল কুরআন ও আদব বিভাগে ৬টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার বিষয় হলো, হাদিস ও উসুলুল হাদিস, ফিকাহ, উসুলুল ফিকা, লুগাহ (নাহু সরফ) ও ইনশা। ইফাত ও হাদিস বিভাগের পরীক্ষা এক প্রশ্নে হবে এবং আদব ও
তাফসির বিভাগের পরীক্ষা আলাদা বিভাগে হবে।
মেশকাত ও দাওরায়ে হাদিসে শুধু মৌখিক পরীক্ষা
অনুষ্ঠিত হবে।
জামেয়া ইসলামিয়া ইসলামবাগ
জামিয়া ইকরা বাংলাদেশ
ফোন : ০১৮১৫৫৫৫৩৫৮
জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
ইফতার ভর্তি পরীক্ষা ও ভর্তি ৫ জুলাই বুধবার।
ভর্তি ফরমের মূল্য ৩০০ টাকা। ভর্তি ফি ১০০০ টাকা। এককালীন প্রদেয়
২০০০ টাকা।
ফোন : ৮০১১১৬০
আফতাবনগর মাদরাসা
ফোন : ০১৭১২২২৩৯২৬
বাবুস সালাম (এয়ারপোর্ট)
৬ শাওয়াল থেকে ধারাবাহিক সাতদিন ভর্তি চলবে।
জামিয়া কারিমিয়া রামপুরা
ঢাকার বাইরে
দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম
ভর্তির কার্যক্রম শুরু হবে ৮ শাওয়াল। সকাল থেকে। কোটা পূরণ সাপেক্ষে ১৩ শাওয়াল সন্ধ্যা
পর্যন্ত ভর্তি চলবে।
জামিয়া গহরপুর সিলেট
জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিঘাট
ভর্তি শুরু ৮ শাওয়াল সোমবার। ভর্তি চলবে ১৮ শাওয়াল পর্যন্ত। নুরানী হিফজ থেকে শুরু করে
দাওরায়ে হাদিস পর্যন্ত যে কোনো বিভাগে ছাত্র ভর্তি হতে পারবেন। যোগাযোগ: 01877271477
জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর
ভর্তি শুরু ৩ জুলাই৷ কোটা পূরণ সাপেক্ষে ৫দিন
চলবে৷ মকতবে ভর্তি হতে হলে কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে৷ যোগ্যতানুসারে শ্রেণীর
ব্যাপার শিথিলযোগ্য৷ সরাসরি ভর্তি পরীক্ষা (মৌখিক) এ অংশ গ্রহণ করতে হবে৷
হিফজে বাইরের ছাত্র নেয়া হয় না৷ বিশেষ
বিবেচনার সুযোগ আছে৷ কিতাব বিভাগে দাওরা পর্যন্ত৷ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে
হবে৷ মৌখিকের সাথে লিখিতও হতে পারে৷
ইফতা: দুই বছর কোর্স নতুন নেয়া হবে ৫ জন। আদব: দুই বছর৷ কোটা
পূরণ সাপেক্ষে৷
মাসিক খোরাকি: নরমাল-(যাকাতমুক্ত) ১৭০০টাকা
স্পেশাল- ২৬০০টাকা খাবার: তিন বেলা
জামিয়া ফারুকিয়া আখতারুল উলুম ছয়আনি বেগমগঞ্জ নোয়াখালী
৭ শাওয়াল থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১
সপ্তাহ পর্যন্ত।
এখানে নূরানি, হিফজ বিভাগ থেকে মেশকাত জামাত পর্যন্ত রয়েছে।
ফোন : 01712569362
দারুল উলূম টঙ্গী, গাজীপুর
সিলেট কাজিরবাজার মাদরাসা
জামিয়া আরাবিয়া মাদীনাতুল উলূম ভালুকা, ময়মনসিংহ
লেখালেখি, শুদ্ধভাষা ও সাংবাদিকতা
যারা দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তাদের
জন্য বছরব্যাপী লেখালেখি, শুদ্ধভাষা ও সাংবাদিকতার কোর্সের আয়োজন করেছে
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। রাজধানী মুগদার জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসায় আবাসিক
ব্যবস্থাপনায় বছরব্যাপী এ কোর্সে ভর্তি হতে পারেন।
ভর্তি শুরু হয়েছে রমজান থেকেই, কোটা পূরণ সাপেক্ষে চলবে ১৫ শাওয়াল পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যোগাযোগ:
০১৯১৭-৩৭৫২৯৯
হিফজ মাদরাসা
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা
ভর্তি শুরু হবে ৭ শাওয়াল (২ জুলাই)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলতে
থাকবে। হিফজ খানায়
ভর্তির জন্য কুরআন ও তাজবীদের মৌখিক পরীক্ষা দিতে হবে।
হিফজের জন্য দুটি বিভাগ রয়েছে। একটি ইন্টারন্যাশনাল হিফজ
রিভিশন। যাদের
তেলাওয়াত সুমধুর, কণ্ঠ ভালো তারা এ বিভাগে চাঞ্চ পাবে। বাকিদের জন্য আছে স্পেশাল হিফজ
রিভিশন।
এখানে আবাসিকের দুটি সিস্টেম রয়েছে। স্পেশাল ও ভিআইপি। স্পেশাল ক্যাটাগরিতে ভর্তির
জন্য ৮ হাজার টাকা এবং মাসিক খাবার ও আবাসিক চার্জ ৫ হাজার টাকা। ভিআইপিতে ভর্তি ২০ হাজার টাকা
এবং খাবার ও আবাসিক চার্জ প্রতি মাসে ১০ হাজার (এসিরুম)।
ফোন : 01705068881-5
পর্যায়ক্রমে অন্যান্য মাদরাসার ভর্তির তারিখ যুক্ত করা হবে। পোস্টটি
আগামী কাল পুনরায় পডুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন