বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীরের দেশ-বাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
===========================================================
তমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা নুরানি দা,বা,। আজ সকাল ১০ঘটিকার সময় ঢাকা মুন্সিগঞ্জ জামিয়া খতমে নবুওয়াত এর হল মিলনায়তলে মুনিসগঞ্জ খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ শাখার নেতাকমীদের ঈদপুর্ণ মির্লনীতে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী পীর সাহেব মুন্সীগঞ্জ দেশবাসির প্রতি ঈদ  শুভেচ্ছা জানিয়েছেন।
মুহতারাম প্রধান অথিতি ভাষণে বলেন এদেশ পীর আওলিয়ার দেশ এদেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে দাওয়াতের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নয় যারা আজ সশস্ত্র বিপ্লবের চিন্তায় এদেশের তরুণ যুবসমাজকে কলুসিত পথে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে ধিক্কার জানাই এবং যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে চলেছেন তারা ইসলাম দেশ- জাতি মানবতার শত্রু গণ আন্দোলনের মাধ্যমেএই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে।  ঈদের পরে  নতুন করে কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন । তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে জঙ্গী প্রতিরোধ মূলক সেমিনার সেম্পোজিয়ামের মত কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে । শোক যেন শক্তি হয় এই প্রেরণা নিয়ে আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে হবে। সাথে-সাথে হুসিয়ারী উচ্চারণ করে বলেন নবিজী সা. এর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে আমুসলিম ঘোষণার দাবী জোরদার করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মত দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে । এবং দেশেবাসীর প্রতি আহবান জানান প্রাণ আর এফ এল গ্রুপের পণ্যকে বর্জন করার আহবান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ ইমরানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীগণ
বার্তা প্রেরক 
মুফতি ওসমান আল হুমাম 
প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...