সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

বিশ্ব ইজতেমার ঈমানদীপ্ত ইতিহাস
============================ 

লিখেছেন মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী
চরম্বা, লোহাগাড়া,চট্টগ্রাম।

মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া দারুল উলূম ওসমানাবাদ 

 kvqL gy.Bwjqvm KvÜjfx in.(1303-1362wnRix)t
wZwb Avjøvni c‡_i GK gnvb `vÕC| gymwjg we‡k¦i kxl© Djvgv‡q †Kiv‡gi g‡a¨ Ab¨Zg e¨w³Z¡| ZvewjM Rg‡Zi cÖwZôvZv| †h Rvgv‡Zi `vÕCMY AvR cÖvP¨-cÖvZx‡P¨i mxgvbv †cwi‡q wek¦gq Qwo‡q c‡o‡Q Bmjv‡gi cvqMvg I `vIqvZ wb‡q| c„w_exi cÖvq me©ÎB GB Rvgv‡Zi Avgj Pvjy i‡q‡Q| GB Kv‡Ri myev‡` m`i mv‡ne ûRyi in. Bwjqvm in. Gi mv‡_ Mfxi fv‡e m¤ú„³ n‡q c‡owQ‡jb| d‡j Ny‡i wM‡qwQj Zvi Rxe‡bi †gvo| jÿ Kiæb! m`i mv‡ne ûRyi in. Gi wb‡Ri fvlvq t ÔRxe‡bi Avwg me‡PÕ †ewk cÖfvweZ n‡qwQ Avjøvni c‡_i gnvb `vC gymwjg D¤§vni `i`x eÜz nhiZ gvIjvbv gy.Bwjqvm in. Gi mygnvb `vIqv‡Zi Kg©bxwZi ci‡k| wZwb wQ‡jb Avjøvni gvÕgyi (Avjøvn KZ…K wb‡`©wkZ)| Avwg ejwQ bv †h, Zvi Kv‡Q Inx ev Avmgvbx cÖZ¨v‡`k Avm‡Zv| wKšÍ ZvewjM Rgv‡Zi GB mygnvb Kv‡Ri Rb¨ wZwbB wQ‡jb Avjøvni g‡bvbxZ ev›`v| c_‡fvjv gvbyl‡K Bmjv‡gi c‡_ wb‡q Avmvi R‡b¨ Zvi GB †h wPšÍv-fvebv, Gi g‡a¨ wZwb wb‡R‡K G‡Kev‡i wejxb K‡i w`‡qwQ‡jb| c_åó I w`KåvšÍ gvby‡li Kv‡Q Qz‡U wM‡qwQ‡jb `i`fiv g‡bi e¨vKzjZv wb‡q| ‡W‡KwQ‡jb Zv‡`i‡K Mfxi ggZvq Bmjv‡gi k¦vk¦Z evYxi w`‡K| Avjøvn-ivm~‡ji me© Avb~M‡Z¨i w`‡K| Avjøvni Ljxdv wnmv‡e Zvi wb‡`©k cvj‡bi R‡b¨ G j‡ÿ¨ wZwb Qz‡U wM‡qwQ‡jb e¨vKzj ‡e-Kvivi wP‡Ë gvby‡li Øv‡i Øv‡i| Zvi Pvjy Kiv G Avgj I `vIqv‡Zi KvR eZ©gv‡b ïay wn›`y¯Ív‡b bqÑ Gwkqv gnv‡`k BD‡ivc-Av‡gwiKvqI Qvo‡q c‡o‡Q| GLb wek¦gq G KvR Pj‡Q| mKvj-mܨv| ZvewjM Rgv‡Zi `vIqv‡Zi mydj I mdj¨ Ab¨ ‡h †Kvb `vIqv‡Zi Zzjbvq †ewk|,তত্কালীন বৃটিশ-ভারতের রাজধানী দক্ষিণ দিল্লীর এক জনবিরল অঞ্চল 'মেওয়াত' 'দাওয়াতে তাবলিগ জামাতে'র গোড়াপত্তনের কয়েক দশক পর, ১৯৪১ খৃস্টাব্দে নিজামুদ্দীন মসজিদের নূহ মাদ্রাসায় প্রথম বড় পরিমণ্ডলে তাবলিগ ইজতেমার সূচনা হয়েছিল তখনো তাবলিগ জামাতের দাওয়াত পৌঁছেনি এই বঙ্গভাগেপ্রথম যুগে 'শওক' 'জযবার' সাথে ফায়দা হাসিলের যে 'মেহনত' চলছিল তা হযরত মাওলানা আবদুল আজিজের (রহ.)মাধ্যমে ১৯৪৪ সালে এসে পৌঁছে বাংলাদেশে তবে তারও দু'বছর পরে এদেশে 'বিশ্ব ইজতেমা'র ঐতিহাসিক পটভূমি রচিত হয়েছিল কাকরাইল মসজিদে ছোট আয়তনে অতঃপর এই মারকাজ ছেড়ে ১৯৪৮ সালে চট্টগ্রাম হাজী ক্যাম্পে,১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে,১৯৬৫ সালে টঙ্গীর পাগারে এবং অবশেষে ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর (কহর দরিয়া) উত্তর-পূর্ব তীর সংলগ্ন ১৬০ একর জায়গার বিশাল খোলা ময়দানে বিশ্ব ইজতেমায়-বিশ্ব তাবলিগের পুনর্জাগরণ ঘটে১৯৯৬ সালে তত্কালীন সরকার এ জায়গায় ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেয় এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটায় 'বিশ্ব ইজতেমা' শব্দটি বাংলা ও আরবি শব্দের বন্ধনআরবি 'ইজতেমা' অর্থ সম্মিলন, সভা বা সমাবেশভারতের মুম্বাই ও ভূপালে এবং হালে পাকিস্তানের রায়বেন্ডে বিশ্ব ইজতেমা হলেও টঙ্গীর বিশ্ব ইজতেমাই বড়গোট দুনিয়ার নানা প্রান্ত থেকে আগত তাবলিগদের বৃহত্ এই ইজতেমা দিনে দিনে নতুন মাত্রা ধারণ করছেতবে এর সূচনার ইতিহাসটি মসৃণ ছিল নাবড় বড় চড়াই-উত্রাই পেরিয়ে আসতে হয়েছেইতিহাস সাক্ষ্য দেয়, ভারতবর্ষের মুসলমানদের এক ক্রান্তিকালে বিংশ শতাব্দীর ইসলামী চিন্তাবিদ ও সাধক হজরত মাওলানা ইলিয়াস আখতার কান্ধলভী (১৮৮৫-১৯৪৪ খ্রি.) দাওয়াতে তাবলিগের পুনর্জাগরণ করেনদিল্লীর চরিত্র স্খলিত,ধর্ম-কর্মহীন, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন নামেমাত্র মুসলমান 'মেওqvZ' জনগোষ্ঠীকে ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন ও কালেমার দাওয়াতী মর্ম শিক্ষাদান এবং বিভ্রান্তির কবল থেকে মুক্ত করার ব্রত নেনহজরত মাওলানা ইলিয়াস (রহ.) অনুধাবন করেছিলেন যে, জনগণের বৃহত্তর অংশে ইসলামের মৌলিক বিশ্বাস সুদৃঢ়করণ ও তার বাস্তব অনুশীলন না হলে মানবসমাজে পরিবর্তন আনা সম্ভব হবে নাবরং সাধারণ মানুষের জীবনে দ্বীন ইসলাম না আসলে মু'মিন হতে পারে না১৩৪৫ হিজরিতে দ্বিতীয় হজ্ব থেকে ফিরে এসে তিনি তাবলিগ গাশ্ত শুরু করলেন, জনসাধারণের মাঝে কালেমা ও নামাযের দাওয়াত দিতে লাগলেনতাবলিগ জামাত বানিয়ে বিভিন্ন এলাকায় বের হওয়ার দাওয়াত দিলেনএভাবে গ্রামে গ্রামে কাজ করার জন্য জামাত তৈরি করে দিতেনকয়েক বছর মেওয়াতে এ পদ্ধতিতে কাজ অব্যাহত থাকলো১৩৫২ হিজরিতে তৃতীয় হজ্ব পালনের পর তিনি বুঝতে পারলেন যে, গরিব মেওয়াতী কৃষকদের পক্ষে দ্বীন শেখার সময় পাওয়া কষ্টকরতাদের 'দিন আনতে পান্তা ফুরানো' দশাঘর-সংসার ছেড়ে মাদ্রাসায় দ্বীন শেখাও অসম্ভব ওয়াজ-নসিহতের মাধ্যমে সামগ্রিক জীবন পাল্টে দেয়া বা জাহেলী বিশ্বাসকে পরিবর্তন করাও সম্ভব নয়তাই একমাত্র উপায় হিসেবে তাদের ছোট ছোট জামাত আকারে ইলমী ও দ্বীনি মারকাজগুলোতে গিয়ে সময় কাটানোর জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন এবং ধর্মীয় পরিবেশে তালিম দিতে আরম্ভ করলেনসেই ধর্মীয় মজলিসে উলামা-মাশায়েখদের ওয়াজ-নসিহতের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনের নিয়মনীতি বাতলে দেয়া হতোদ্বীনদার পরহেজগার লোকদের জীবনযাপন, কথাবার্তা, আচার-আচরণ, চাল-চলন গভীরভাবে পর্যবেক্ষণ করতেনধর্মীয় মৌলিক বিশ্বাস ও ইবাদতের অনুশীলনের পাশাপাশি তিনি মুসলমানদের অনুসৃত প্রধান ধর্মগ্রন্থ আল-কুরআনের প্রয়োজনীয় কিছু সূরা- ক্বেরাত শিক্ষাদান, দোয়া-দরূদ, জরুরি মাসআলা-মাসায়েল সম্পর্কে অবহিত করে তার তাবলিগ জামাতকে একটি ভ্রাম্যমাণ মাদরাসাতে রূপান্তরিত করেনপ্রায় প্রতি মাসে একবার মেওয়াতের কোনো না কোনো স্থানে এবং বছরে একবার 'নূহ' অঞ্চল মাদরাসায় তাবলিগী জলসা হতো দিল্লীর তাবলিগ জামাত, ব্যবসায়ী দল, নিজামুদ্দীনে অবস্থানকারী জিম্মাদারগণ এবং মাযাহেরুল উলূম সাহারানপুর, দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নাদওয়াতুল উলামা ও দিল্লী ফতেহপুর মাদরাসার কতিপয় আলেম ও শিক্ষক তাতে অংশগ্রহণ করতেন হযরত মাওলানা ইলিয়াস রাহ. বিশিষ্ট তাবলিগী সাথীদের নিয়ে জলসার উদ্দেশ্যে রওনা হতেনসফরের সারা পথ দাওয়াত দিয়ে যেতেনদেশ-কাল পেরিয়ে এভাবেই পর্যায়ক্রমে তাবলিগের বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটে  প্রথম ইজতেমা সম্পর্কে হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী তার 'একটি নূরানী ইজতিমা' 'হযরত মাওলানা ইলিয়াস রাহ. ও তাঁর দ্বীনি দাওয়াত' গ্রন্থে জানাচ্ছেন,, ৯ ও ১০ জিলকদ ১৩৬০ হিজরি, মোতাবেক ২৮, ২৯ ও ৩০ নভেম্বর ১৯৪১ খৃস্টাব্দে প্রথম দিল্লীর নিজামুদ্দীন মসজিদের ছোট এলাকা মেওয়াতের নূহ মাদ্রাসায় যে তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়, মেওয়াতভূমির মানুষেরা এত বড় সমাবেশ ইতিপূর্বে আর দেখেনিবাস্তবানুগ ধারণা মতে লোকসংখ্যা ছিল বিশ/পঁচিশ হাজারএদের একটা বিরাট অংশ নিজের সামান ও নিজের খাবার-দাবার কাঁধে করে ত্রিশ/চল্লিশ ক্রোশ পথ হেঁটে হাজির হয়েছিলেনবহিরাগত বিশিষ্ট মেহমানদের সংখ্যাও হাজারের কাছাকাছি ছিলতারা মুঈনুল ইসলাম মাদরাসার ভবনে শানদার মেহমানদারিতে ছিলেনমজমার সুপ্রশস্ত শামিয়ানার নিচে মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহ. জুমার নামায পড়িয়েছিলেনজামে মসজিদসহ প্রায় মসজিদে নামায হওয়া সত্ত্বেও প্রধান জামাতের কাতারের কারণে সড়ক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিলএমনকি ছাদে ও বালাখানার উপরেও শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছিলতবে শুরুতে তাবলিগী কাজ ব্যাপক সমর্থন পায়নিধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়এ ব্যাপারে হজরত মাওলানা ইলিয়াস (রহ.) এর ন্যায়নিষ্ঠা, ধৈর্য, পরিশ্রম, পরিকল্পনা ও নির্দেশনায় অপরিসীম ভূমিকা রাখে মাওলানা ইলিয়াস (রহ.) সারাজীবন পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে এই দাওয়াত ও তাবলিগ জামাত তথা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের ঐক্যের প্রতীক বিশ্ব ইজতেমাকে ইসলাম ও মুসলমানদের জন্য এক সুদৃঢ় মজবুত ও শক্তিশালী অবকাঠামোর ওপর ভিত্তি স্থাপন করে ১৯৪৪ সালের ১৩ জুলাই ৫৯ বছর বয়সে ইহকাল ত্যাগ করেন তাঁর ইন্তেকালের পর বিশ্ব মুসলিম ঐক্য ভ্রাতৃত্বের প্রতীক বিশ্ব ইজতেমার দ্বিতীয় প্রধান মুবাল্লিগ নিযুক্ত হন তাঁর সুযোগ্য পুত্র হজরত মাওলানা ইউসুফ কান্ধলভী (রহ.)তিনি তাবলিগের দাওয়াতী জামাতকে ভারতের চৌহদ্দি থেকে বের করে এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে থাকেনএই তাবলিগের দাওয়াতের সূত্র ধরেই মুসলিম ঐতিহ্যের স্পেনের মাটিতে ৫০০ বছর পর মসজিদের মিনারে আজানের সুমধুর আওয়াজ ধ্বনিত হয়দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ কান্ধলভীর (রহ.) যুগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এর আন্দোলন সবচেয়ে বেশি ও শক্তিশালী হয়  এরপরই ক্রমেই তাবলিগের কার্যক্রম বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বের সর্বত্রহযরত মাওলানা আবদুল আজিজ (রহ.)-এর মাধ্যমে ১৯৪৪ সালে বাংলাদেশে তাবলিগ শুরু হয়বার্ষিক ইজতেমার প্রয়োজন অনুভব করে হজরত মাওলানা ইউসুফ কান্ধলভী (রহ.) মুরব্বীদের নিয়ে পরামর্শ করেনবৈঠকে বাংলাদেশের নাম বেরিয়ে আসেতাবলিগ জামাতের সদর দফতর দিল্লীতে থাকা সত্ত্বেও এর বার্ষিক সমাবেশের জন্য বাংলাদেশকে বেছে নেয়া হয়আর সেই থেকেই বিশ্ব ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহত্ সমাবেশ ও মহাসম্মেলন বিশ্ব ইজতেমা বাংলাদেশে এসে নয়া দিগন্তে পৌঁছে সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, এজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেয়া হয়পুরো সমাবেশের আয়োজনই করে থাকেন এক ঝাঁক ধর্মপ্রাণ মুসলমান স্বেচ্ছাসেবক- আর্থিক, শারীরিক সহায়তা দিয়ে প্রথম থেকে শেষাবধি তারা এই সমাবেশকে সফল করতে সচেষ্ট থাকেনপুরো সমাবেশস্থলটি একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয় শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়সমাবেশস্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয় অংশগ্রহণকারিগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান সনাক্ত করেনতাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকেবিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনি সমৃদ্ধ এলাকা থাকে, সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন, কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের অধিকার দেয়া হয় নাসাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিনদিন মহান আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্ছা পোষণ করেনসে হিসাবেই প্রতিবছরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় তিনদিন জুড়েপ্রায় প্রতি বছরই এই তিনদিনের মধ্যে শুক্রবারকে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব ইজতেমা প্রতিবছর দু'বারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষএরই ধারাবাহিকতায় ২০১১ খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং তিনদিন করে আলাদা সময়ে মোট ছয়দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশ 'ম বয়ান বা খোলাখুলি বক্তৃতার মাধ্যমে শুরু হয় এবং আখেরি মোনাজাত বা সমাপনী প্রার্থনার মাধ্যমে শেষ হয়ইজতেমার মূল আমল হলো বয়ানপ্রতিদিন ফজর এবং মাগরিবের পর লম্বা সময় নিয়ে বয়ান হয়জোহর এবং আসরের পরেও ছোট বয়ান হয়সকাল সাড়ে দশটার দিকে বিশেষ শ্রেণি বা পেশার মানুষ যেমন ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আলীমদের নিয়ে আলাদা আলাদা মজমা করে বয়ান হয়এ সময় অন্যরা তালীমের মধ্যে থাকেনবয়ান সাধারণত ভারত এবং পাকিস্তানের আলীম এবং মুরব্বীরা করে থাকেনতখন বয়ান উর্দুতে হয়বাংলাতে অনুবাদ হয়তবে বাংলাদেশের কেউ বয়ান করলে সরাসরি বাংলাতেই করেনবিদেশি মেহমানদের জন্য এসব বয়ান তাদের ভাষায় অনুবাদ করে দেয়া হয়তাদের জন্য সরাসরি আলাদা বয়ানও হয় বয়ানের মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ঈমানী চেতনা এবং উম্মাতের ফিকির তৈরি করে তাদেরকে জামাতে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করাঅনেক সাধারণ মুসলমান তিনদিন ইজতেমায় ব্যয় করেন না, বরং জুমা'র নামাজে অংশগ্রহণ করেন কিংবা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেনতবে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন আখেরি মোনাজাতেবাংলাদেশ সরকারের সরকার প্রধান (প্রধানমন্ত্রী), রাষ্ট্রপ্রধান (রাষ্ট্রপতি), বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য নেতা-নেত্রীরা সমাবেশে আলাদা-আলাদাভাবে অংশগ্রহণ করেনসমাবেশের ভিতরে কোথাও কোনো মুভি ক্যামেরা ঢুকতে দেয়া হয় নাযে বিশাল মাঠটিতে ইজতেমা অনুষ্ঠিত হয়, তা সমাবেশ বাদে বাকি সময়টুকুতে গোচারণভূমি থাকেএমনকি বন্যার সময় পানির নিচে ডুবে যায়প্রতিবছরই ইজতেমা ময়দানে কিছু মানুষ মারা যান, তাঁদের জানাযাও সেখানে হয়প্রতিবছরই বেশ কিছু বিয়ে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় শুধু বর ইজতেমা ময়দানে কবুল বলার মাধ্যমে নিজের সম্মতি জ্ঞাপন করেনকনের সম্মতি তাঁর ঘর থেকে অভিভাবক সংগ্রহ করে থাকেনআগে গণমাধ্যম এই সমাবেশে সরাসরি সংশ্লিষ্ট না হলেও এখন অনেক গণমাধ্যমই সমাবেশের আখেরি মোনাজাত সরাসরি সমপ্রচার করেইজতেমা ময়দানে ইসলামের প্রবর্তনকালীন সময়কার স্বাদ এনে দিতে আযান এবং নামাযের সময় কোনো মাইক ব্যবহার করা হয় নামূল ইমামের আওয়াজ শুনে বিভিন্ন খিত্তার দায়িত্বে থাকা জিম্মাদারদের 'মুকাব্বিররা' পুনরাবৃত্তির মাধ্যমে ইমামের আওয়াজ ছড়িয়ে যায় পুরো ময়দান জুড়ে
তাবলিগ জামাত একটি ইসলাম ধর্মভিত্তিক কাজ (কোন সংগঠন নয়) ZvewjM Rvgv‡Zi Djvgv‡`i g‡Z যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকাসাধারণত মানুষকে আখিরাত, ঈমান, আমল-এর কথা বলে তিনদিনের জন্য উদ্বুদ্ধ করা হয়এর পর যথাক্রমে সাতদিন ও চল্লিশদিন-এর জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত-এর কাজে উদ্বুদ্ধ করা হয়ে থাকেতাবলিগ জামাত-এর মুল ভিত্তি হিসেবে ধরা হয় ৬টি উসুল বা মূলনীতিকে এগুলো হলো: কালিমা, নামায, Bল্‌মযিকির, একরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা, সহিহ নিয়ত বা বিশুদ্ধ মনোবাঞ্ছা, এবং  `vIqv‡Z তাবলিগ বা ইসলামের দাওয়াত[1] মুসলমানরা বিশ্বাস করেন, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাসারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়ার জন্য আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছিলেনকিন্তু যেহেতু মুহাম্মদ(সাঃ) আল্লাহর শেষ বাণীবাহক, তাঁর পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, তাই মুহাম্মদ(সাঃ) বিদায় হজ্জ্বের ভাষণে মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়ার দায়িত্বটি দিয়ে যান তবে এবিষয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনেও উল্লেখ আছে:
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছেতোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে"[2]
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
তার চেয়ে ভাল কথা আর কি হতে পারে, যে মানুযকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন[3]
ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদ(সাঃ)এর মৃত্যুর পর তাঁর আদর্শস্নাত সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের মাধ্যমে ইসলামী জীবন বিধান প্রচার ও


 [1] যার যা ধর্ম, মুহাম্মদ হাবিবুর রহমান, ঐতিহ্য, ফেব্রুয়ারি ২০০৯ প্রকাশISBN 984-701-930047-6অভিধান ভুক্তি: "বিশ্ব ইজতেমা" (পৃ. ৩৪৭) ও "তাবলিগ" (পৃ. ২৫৫) وমহানবী, ডক্টর ওসমান গনী, মল্লিক ব্রাদার্স, কলকাতা; তৃতীয় সংস্করণ ১৯৯১

[2] (সূরা আল-ইমরান, আয়াত-১১০)
[3] (সূরা হা মীম সিজদা আয়াত-৩৩)

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীরের দেশ-বাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
==========================================================
খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা নুরানি দা,বা,। আজ সকাল ১০ঘটিকার সময় ঢাকা মুন্সিগঞ্জ জামিয়া খতমে নবুওয়াত এর হল মিলনায়তলে মুনিসগঞ্জ খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ শাখার নেতাকমীদের ঈদপুর্ণ মির্লনীতে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী পীর সাহেব মুন্সীগঞ্জ দেশবাসির প্রতি ঈদ  শুভেচ্ছা জানিয়েছেন।
মুহতারাম প্রধান অথিতি ভাষণে বলেন এদেশ পীর আওলিয়ার দেশ এদেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে দাওয়াতের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নয় যারা আজ সশস্ত্র বিপ্লবের চিন্তায় এদেশের তরুণ যুবসমাজকে কলুসিত পথে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে ধিক্কার জানাই এবং যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে চলেছেন তারা ইসলাম দেশ- জাতি মানবতার শত্রু গণ আন্দোলনের মাধ্যমেএই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে।  ঈদের পরে  নতুন করে কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন । তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে জঙ্গী প্রতিরোধ মূলক সেমিনার সেম্পোজিয়ামের মত কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে । শোক যেন শক্তি হয় এই প্রেরণা নিয়ে আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে হবে। সাথে-সাথে হুসিয়ারী উচ্চারণ করে বলেন নবিজী সা. এর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে আমুসলিম ঘোষণার দাবী জোরদার করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মত দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে । এবং দেশেবাসীর প্রতি আহবান জানান প্রাণ আর এফ এল গ্রুপের পণ্যকে বর্জন করার আহবান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ ইমরানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীগণ

খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীরের দেশ-বাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
===========================================================
তমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা নুরানি দা,বা,। আজ সকাল ১০ঘটিকার সময় ঢাকা মুন্সিগঞ্জ জামিয়া খতমে নবুওয়াত এর হল মিলনায়তলে মুনিসগঞ্জ খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ শাখার নেতাকমীদের ঈদপুর্ণ মির্লনীতে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী পীর সাহেব মুন্সীগঞ্জ দেশবাসির প্রতি ঈদ  শুভেচ্ছা জানিয়েছেন।
মুহতারাম প্রধান অথিতি ভাষণে বলেন এদেশ পীর আওলিয়ার দেশ এদেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে দাওয়াতের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নয় যারা আজ সশস্ত্র বিপ্লবের চিন্তায় এদেশের তরুণ যুবসমাজকে কলুসিত পথে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে ধিক্কার জানাই এবং যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে চলেছেন তারা ইসলাম দেশ- জাতি মানবতার শত্রু গণ আন্দোলনের মাধ্যমেএই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে।  ঈদের পরে  নতুন করে কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন । তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে জঙ্গী প্রতিরোধ মূলক সেমিনার সেম্পোজিয়ামের মত কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে । শোক যেন শক্তি হয় এই প্রেরণা নিয়ে আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে হবে। সাথে-সাথে হুসিয়ারী উচ্চারণ করে বলেন নবিজী সা. এর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে আমুসলিম ঘোষণার দাবী জোরদার করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মত দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে । এবং দেশেবাসীর প্রতি আহবান জানান প্রাণ আর এফ এল গ্রুপের পণ্যকে বর্জন করার আহবান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ ইমরানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীগণ
বার্তা প্রেরক 
মুফতি ওসমান আল হুমাম 
প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি

সোমবার, ৯ মে, ২০১৬

ইসলামবিহীন বিশ্ব কাঙ্গাল

আল্লামা মুফতি নুর হুসাইন নুরানী দা.বা।পীর সাহেব মুন্সিগঞ্জ ঢাকা।


ইসলাম ও মুসলিম এখনকার বহুল আলোচিত দুটি শব্দসমাজতন্ত্র পতনের পর ইসলামকেই পাশ্চাত্যের সামনে দাঁড় করানো হয়েছেবিশেষ করে পাশ্চাত্যের অনেকেই ইসলামকে বর্তমান সভ্যতার জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে অভিহিত করছেঅনেকে তো ইসলামকে সন্ত্রাসবাদের প্রতিশব্দ হিসেবেও উল্লেখ করছেঅথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্নপাশ্চাত্যের আগ্রাসন, ভুলনীতির কারণেই ক্ষুব্ধ হচ্ছে মুসলিমরাএমন এক প্রেক্ষাপটেই গ্রাহাম ই ফুলারের এ ওয়ার্ল্ড উইথআউট ইসলাম বইটি অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছেলেখক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, র‌্যান্ডের সাবেক সিনিয়র রাজনীতিবিজ্ঞানী এবং বর্তমানে সাইমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের অ্যাজাঙ্কক্ট প্রফেসরতিনি প্রায় দুই যুগ মুসলিম বিশ্বে বসবাস করেছেন, কাজ করেছেনএ বইয়ের প্রতিটি বক্তব্য লেখকের একান্ত নিজস্বতার ব্যাখ্যা ভিন্ন এক ধর্মে বিশ্বাসী ব্যক্তি ইসলামকে সমসাময়িক পরিপ্রেক্ষিতে কিভাবে দেখেছেন সে বিবেচনায় মূল্যায়ন করতে হবেএর সাথে দ্বিমত পোষণের অনেক অবকাশ থাকবেএরপরও লেখকের মূল দৃষ্টিভঙ্গি বুঝার জন্য কোন ব্যাখ্যা ছাড়া এখানে কেবল অনুবাদ করা হয়েছেএর ভাষান্তর করেছেন মোহাম্মদ  


ঈমান গ্রহণ করার শর্তগুলোর মধ্যে রয়েছে এক আল্লাহতে বিশ্বাস, আল্লাহর সব নবীর (হজরত মুসা আ: হজরত ঈসা আ: এবং হজরত মুহাম্মদ সা:) ওপর বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, আল্লাহর নাজিল করা প্রধান প্রধান কিতাবের (এগুলোর মধ্যে রয়েছে ওল্ড ও নিউ টেস্টামেন্ট তাওরাত, ইঞ্জিল ও কুরআন) ওপর বিশ্বাস, শেষ বিচার ও পুনরুত্থানের ওপর বিশ্বাস, ভাগ্য বা নিয়তির ওপর বিশ্বাসনতুন ধর্মের এ তাত্ত্বিক ভিত্তিটি সহজে এর প্রচার, ব্যাখ্যা গ্রহণের সুযোগ করে দেয়
হজরত মুহাম্মদ সা: ছিলেন প্রথম মুসলমান, তথা প্রথম ইসলাম গ্রহণকারী কিংবা আল্লাহর পরিকল্পনার কাছে প্রথম আত্মসমর্পণকারীতিনি এক আল্লাহর বাণী স্বচ্ছ ও স্পষ্ট করা এবং পূর্ববর্তী ইহুদি ও খ্রিষ্টান বাণীগুলো মানবীয় ব্যাখ্যার কারণে ভুল ও অবিশ্বাসে ভারাক্রান্ত হওয়া থেকে রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেনতবে ওহির ধারা ছিল এক ও অভিন্ন
সনাতন মুসলিম বিশেষজ্ঞরা ইসলামের আত্মপ্রকাশ কোনো ধরনের দুর্ঘটনা তথা এটা খোদায়ি না হওয়ার ধারণা পুরোপুরি নাকচ করে দেনঅন্য কথায় তারা হজরত মুহাম্মদ সা: লাভ করা ওহিতে সম্ভাব্য সব ধরনের বহিরাগত, আঞ্চলিক বা অখোদায়ী উৎস ও প্রভাবের কথা অস্বীকার করেনতাদের নিজস্ব ধর্মতাত্ত্বিক বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে তা যুক্তিসঙ্গতকিন্তু হজরত মুহাম্মদ সা: যে পরিবেশে বাস করেছিলেন, তাঁর মন, চিন্তা-চেতনা ও ব্যক্তিত্বে নিশ্চিতভাবেই তা প্রভাব বিস্তার করেছে, এটা ওহি ধারণ এবং তাঁর নিজের ও তাঁর অনুসারীরা তাঁর লাভ করা ওহি উপলব্ধি ও প্রয়োগ করার ভঙ্গিকে প্রভাবিত করতএ কারণেই ওহির অভিজ্ঞতা ও ব্যাখ্যায় সম্ভাব্য ও যুক্তিসঙ্গত বহিরাগত প্রভাব, ইতিহাসের অন্যান্য নবি ও ধর্মীয় ব্যক্তির অভিজ্ঞতা ও ওহির তুলনা করাও যুক্তিসঙ্গত
এই সময়টাতে পবিত্র কুরআনের মৌলিক নতুন বিধিবিধানগুলোর বেশির ভাগই আরব উপদ্বীপে সুপরিচিত ছিলযিশুকে মসিহ হিসেবে অস্বীকার করে তাঁকে কেবল আধ্যাত্মিক শক্তিসম্পন্ন রোগ নিরাময়কারী হিসেবে গ্রহণ করার ইহুদি বিশ্বাস দিয়ে শুরু হয়একই সাথে মধ্যপ্রাচ্যজুড়ে যিশুর প্রকৃতির প্রতিটি বিষয় সম্পর্কে অনুমান করে নানা ধরনের ধর্মভ্রষ্টতাও পরিচিত ছিলবস্তুত পবিত্র কুরআনের কঠোর একেশ্বরবাদ অনেক দিক থেকেই পরবর্তীকালে ইস্টার্ন অর্থোডক্স চার্চের ধর্মভিত্তিক দ্বন্দ্বজনিত মতাদর্শগত আপসমূলক দৃষ্টিভঙ্গির চেয়ে মধ্যপ্রাচ্যের একেবারে প্রাচীনতম খ্রিষ্টানদের দৃষ্টিভঙ্গির বেশ ঘনিষ্ঠ ছিল
হজরত মুহাম্মদ সা: ছিলেন কোনো প্রধান ধর্মের প্রথম নবী, যিনি পুরোপুরি ইতিহাসের আলোতে বাস করেছেনতাঁর জীবন এবং কার্যক্রম-সম্পর্কিত তথ্য প্রচুর পাওয়া যায়, পবিত্র কুরআনে এবং তারচেয়েও বেশি তাঁর সমসাময়িককালের লোকজনের বিবরণ থেকে, যারা হাদিস বা সুন্নাহ হিসেবে ঘটনাগুলো রেকর্ড করেছিলেনকিন্তু তা সত্ত্বেও খ্রিষ্টানসহ অন্য প্রায় সব ধর্ম যেসব সমস্যার মুখোমুখি হয়, ইসলাম সেগুলোর সামনে পড়ে : নবীর জীবন ও কথা নিয়ে সমসাময়িকদের বর্ণনা কতটা নির্ভুল? এসব কথা ও কাজ কেবল মুখে মুখে প্রচারিত হয়েছে, ইসলামে এগুলো লিখিত আকারে সঙ্কলিত, বিশ্লেষিত ও পদ্ধতিগতভাবে মূল্যায়ন হয়েছে আরো শতাধিক বছর পরউদাহরণ হিসেবে বলা যায়, কোন গসপেলগুলো নির্ভরযোগ্য এবং কোনগুলো নয়, তা নির্ধারণ করতে যিশুর জীবনের সব ভাষ্য সংগ্রহ করার ক্ষেত্রে খ্রিষ্টান সমস্যার মতোই এটাএখনো এতে অনুমান-নির্ভরতা রয়ে গেছে এবং সেটা শেষ হওয়ার নয়
ইসলামে হাদিস আক্ষরিকভাবে আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে সরাসরি লাভ করা পবিত্র কুরআনের আয়াতের মতো পবিত্র না হলেও এগুলো ইসলামি আইন প্রণয়নের ক্ষেত্রে পবিত্র কুরআনের চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ উৎস বিবেচিত হয়েছেকারণ, প্রথম দিকের ইসলামি সমাজ বিনির্মাণে পবিত্র কুরআনে কোনো ইঙ্গিত নেই এমন অনেক সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ক্ষেত্রে হাদিসই অনেক বেশি কার্যকর গুরুত্বপূর্ণ সূত্র বিবেচিত হয়েছেনবী সা: নিজে প্রাপ্ত ওহিকে কিভাবে বুঝেছেন এবং পরিস্থিতির আলোকে প্রয়োগ করেছেন, সে সম্পর্কেও হাদিস গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়আজ যেসব খ্রিষ্টান বলেন, যিশু কী করতেন? এটা তাদের জন্য একটা উদাহরণ
কিন্তু তার পরও ইসলামের মধ্যে ছোট ছোট অনেক গ্রপ রয়েছে, যারা হাদিসের জটিল ও পরিবর্তনশীল প্রকৃতি, বিশ্বাসযোগ্যতার নানা মাত্রা এবং অনেক সময় কর্তৃপক্ষের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি রেখে অন্য হাদিস গ্রহণের প্রেক্ষাপটে আসমানি উৎসের কারণে একমাত্র কুরআনকেই ইসলাম বোঝার উৎস হিসেবে স্বীকার করার কথা বলেনএ প্রসঙ্গে উল্লেখ করা দরকার যে, এটা রিফরমেশন আন্দোলনের সোলা ক্রিপটুরা (কিতাবই একমাত্র) ভিত্তির সাথে তুলনীয়কেবল কিতাবের ভিত্তিতে ধর্মতাত্ত্বিক উপলব্ধি প্রতিষ্ঠার অনুকূলে ওই আন্দোলন বিপুলসংখ্যক চার্চ ইতিহাস, এর প্রাসঙ্গিক বিষয়াদি, কাউন্সিল রুলিং ইত্যাদি প্রত্যাখ্যান করে
একটি নতুন ইসলামি রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায় বিনির্মাণে নতুন ওহিগুলো প্রয়োগ করার ক্ষেত্রে বাস্তব বাধা ছিল বিপুল, বিশেষ করে মক্কার এলিটদের (হজরত মুহাম্মদ সা: বার্তার কারণে তাদের ক্ষমতা, সম্পদ ও মর্যাদা হুমকির মুখে পড়ায়) কাছ থেকে আসা প্রথম দিককার সহিংস বিরোধিতাতাঁর জীবন বিপদের মুখে পড়ল, নবী এবং তাঁর অনুসারীরা মদিনা নগরীতে হিজরত করলেন, সেখানে তিনি প্রথম মুসলিম সমাজ গড়ে তুললেন এবং আমন্ত্রণক্রমে শান্তিপূর্ণ একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বন্দ্বরত পক্ষগুলোর মধ্যে মীমাংসার ভার নিলেনএটাকে মদিনা সনদ হিসেবে অভিহিত করা হয়এতে নগরীর নানা গ্রপের (ইহুদি, খ্রিষ্টান ও মুসলমান) মধ্যকার অধিকার, দায়দায়িত্ব ও সম্পর্ক সুস্পষ্টভাবে বর্ণিত ও সমন্বিতভাবে একটি দলিলে তুলে ধরা হয়এ দিকে ৬৩০ সালে রক্তপাতহীন বিজয়ের ফলে মক্কার চূড়ান্তভাবে বিরোধিতা পরিত্যাগ এবং নবী সা: সাড়ম্বরে প্রত্যাবর্তনের আগে পর্যন্ত মদিনার মুসলিম সম্প্রদায় অনেক বছর ধরে ইসলাম বৈরী মক্কা বাহিনীর অব্যাহত সামরিক ও রাজনৈতিক হুমকির সম্মুখিন ছিলসদ্য সৃষ্ট সম্প্রদায়টিকে ধ্বংস করতে চাওয়া শত্রদের মোকাবেলায় মুসলিম ঐক্য নিয়ে উদ্বিগ্ন পবিত্র কুরআন উত্তেজনা, বৈরিতা, যুদ্ধ, পরিবর্তনশীল মিত্রতা এবং বিশ্বাসঘাতকতার এ সময়কালটি রহস্যপূর্ণ ও অপেক্ষাকৃত যুদ্ধাকাক্সক্ষামূলক কিছু আয়াতে প্রতিফলন ঘটিয়েছেএসব আয়াতের রহস্যাচ্ছন্নতা ও ক্রোধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দাঁড়ানো সেমিটিক গোত্রগুলোর মোকাবেলায় ইসরাইলিদের সংগ্রামের সময়কার মতোই, যখন ওল্ড টেস্টামেন্ট ইহুদিদের সব শত্রকে নির্মমভাবে পুরোপুরি ধ্বংস করার আহ্বান জানিয়েছেউভয় ধর্মেই ওই গোলযোগপূর্ণ সময়ে সমন্বয় সাধন ও শান্তির প্রতি উৎসাহ ছিল না
ইসলাম বিকশিত, বিস্তৃত ও সাম্রাজ্য বিনির্মাণে সম্পৃক্ত হওয়ার ফলে হাদিসের বিশ্বাসযোগ্যতা-সংক্রান্ত সমস্যা একটি বড় রাজনৈতিক জটিলতা সৃষ্টি করেখ্রিষ্টান চার্চের মতো পরবর্তীকালের মুসলিম সেকুলার বা ধর্মীয় কর্তৃপক্ষ ইসলামের বাণী কতটা ভূতাপেক্ষভাবে প্রভাব, নিয়ন্ত্রণ বা ব্যাখ্যা কামনা করেছিল? খ্রিষ্টান ধর্মের বিপরীতে ইসলাম সৌভাগ্যক্রমে নবীর সম্ভাব্য আসমানি মদদ নিয়ে বিতর্ক থেকে রক্ষা পেয়েছেনতিনি বা অন্য কেউ এমন দাবি কখনোই করেননিইসলামের ধর্মতাত্ত্বিক ভিশনের সংযত রেখার কারণেও সম্ভবত খ্রিষ্টানদের চেয়ে এখানে কিতাবগত ব্যাখ্যার ভিত্তিতে ধর্মভ্রষ্টতা ও বিভক্তি অনেক অনেক কমকিন্তু তা সত্ত্বেও পবিত্র কুরআন ও হাদিসের ব্যাখ্যার প্রশ্নটি আজো ইসলামের চলমান ক্রমবিকাশের প্রধান বিষয় হিসেবে রয়ে গেছে 
ইসলাম বিস্তৃত হওয়ার সময় নতুন নতুন ভাষা, ভূগোল, সংস্কৃতি ও ঐতিহাসিক অভিজ্ঞতার সামনে পড়েঅন্যান্য ধর্মের মতো ইসলামও নতুন বিশ্বাস গ্রহণ ও ধর্মান্তরের ব্যবস্থা করার জন্য স্থানীয় পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়অবশ্য পরবর্তীকালের সংস্কারকদের দৃষ্টিতে এসব খাপ খাওয়ানো ও উপজাতগুলো অনৈসলামিক, বিদয়াত বিবেচিত হয়ে ধর্মতাত্ত্বিক পরিশোধন ও মূলে ফেরার প্রয়োজনীয়তা অনুভব হয়েছেএসব ইস্যু ইসলামি পুনর্জাগরণ এবং মৌলবাদের ভিত্তি গঠন করেছেএ ধরনের উপজাত মার্টিন লুথারের মতো প্রাথমিক কালের প্রটেস্ট্যান্ট সংস্কারকদের জন্যও প্রধান ইস্যু ছিল
ধর্ম এবং সেগুলোর অনুসারীদের মধ্যে বিরোধ খুব কম ক্ষেত্রেই সুনির্দিষ্ট ধর্মতাত্ত্বিক মতপার্থক্যের কারণে ঘটে থাকে, বরং তাদের রাজনৈতিক ও সামাজিক জটিলতাই হয় প্রধান কারণআসুন আমরা ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্মের মধ্যে তিন ধারার সম্পর্কের মধ্যে অস্তিত্বশীল সত্যিকারের ধর্মতাত্ত্বিক পার্থক্যের নির্যাস পরীক্ষা করে দেখিএসব ধর্মতাত্ত্বিক পার্থক্য প্রাচীন ও মধ্যযুগের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাস্তবে আসলেই কতটুকু সত্যিকারের পার্থক্য সৃষ্টি করত? আমরা আরো ঘনিষ্ঠভাবে তাকালে দেখি, একেশ্বরবাদের সুনির্দিষ্ট মৌলিক যুক্তিগুলোই এই অঞ্চল ও সংস্কৃতিকে বারবার প্লাবিত করেছেআমরা লক্ষ করি, ক্ষেত্রটিকে ধর্মতাত্ত্বিক রূপান্তর না করে ইসলাম বরং অন্য দুটি ধর্মের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে, এক ধরনের ধর্মতাত্ত্বিক ধারাবাহিকতা জোরদার করার ভান করেছেইহুদি-খ্রিষ্টান বিশ্বাসের কাছে অপরিচিত অনেকটা সংহতি নাশক সাংস্কৃতিক ও ধর্মতাত্ত্বিক শক্তিই ইসলাম প্রতিনিধিত্ব করে কিংবা পরবর্তীকালে সৃষ্ট পাশ্চাত্যবিরোধী অনুভূতির ভিত্তিভূমি গঠন করেছে বলে আধুনিক জনপ্রিয় তত্ত্বগুলোর লক্ষ্য ইসলামকে এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে পুরোপুরি নির্মূল করে দেয়াবস্তুত, ইসলাম পাশ্চাত্যের প্রতি বেশ প্রতিরোধমূলক মনোভাবসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে গভীর সাংস্কৃতিক, দার্শনিক ও ধর্মীয় ধারার প্রতিনিধিত্ব ও সম্প্রসারিত করেছেইসলাম ওইসব ধারার সৃষ্টি করেনি, ইসলামকে সরিয়ে নেয়া হলেও এসব ধারা বহাল থাকবেএই তিন ধর্ম একে অপরকে কিভাবে দেখে, আসুন আমরা তা বিবেচনা করি
অনুলিখন মুফতি ওসমান আল-হুমাম 
মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া দারুল উলূম ওসমানাবাদ রাজঘাটা চট্টগ্রাম

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের গুরুত্ব হাফেয মাওলানা মুফতি ওসমান আল-হুমাম উখিয়াভী সিনিয়র মুহাদ্দিস জামেয়া ইসলামিয়া বাইতুল ক...